পড়া হয়েছে: ৫৮
রামু প্রতিনিধি: কক্সবাজারের রামুতে সাড়ে তিন শত দুস্থ ও শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করেছে রামুর এসএসসি ৯৫ ব্যাচের সংগঠন প্রজন্ম ‘৯৫।
শুক্রবার (১২জানুয়ারী) দুপুরে উপজেলার জোয়ারিয়ানালা এইচ. এম সাঁচি উচ্চ বিদ্যালয় মাঠে এবং সংগঠনের কার্যালয়ে এ মানবিক কর্মসুচি পালন করা হয়।
কম্বল বিতরনের সময় প্রজন্ম ৯৫ এর সাধারণ সম্পাদক রেজাউল আমিন মোরশেদ, প্রজন্ম ৯৫ বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক বজলুচ সাত্তারসহ সংগঠনটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এসএসসি ব্যাচ ভিক্তিক সংগঠন প্রজন্ম ৯৫ প্রতিষ্ঠার পর প্রায় ২৯ বছর ধরে সংগঠনটি রামুতে বিনামুল্যে ব্লাড গ্রুপ নির্ণয়, বৃক্ষ রোপন, বিনামূল্যে মেডিকেল চিকিৎসা সেবা, দুস্থ গরীব মেধাবী শিক্ষার্থীকে সহায়তাসহ নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
চাটগাঁ নিউজ/এমএসআই