রামুতে ইটভাটায় উপজেলা প্রশাসনের অভিযান!

রামু প্রতিনিধি: কক্সবাজারের রামুতে কৃষি জমির মাটি কাটা ও অবৈধ লাইসেন্সবিহীন ইটভাটায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন রামু।

শনিবার (১৩ জানুয়ারি) বিকালে রামু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ভুমি নিরুপম মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রামুর উমখালীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা ও লাইসেন্স বিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে পৃথক পৃথক ৩টি মামলায় ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ভুমি নিরুপম মজুমদার।

তিনি আরও জানান, কিছু ব্যবসায়ী মহল অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে,যার কারনে মাঠির উর্বরতা নষ্ট হচ্ছে। আমাদের এই অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে, এবং উপজেলা প্রশাসন রামু তাদের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতিতে অটল থাকবে। ইতোপূর্বেও কৃষি জমির মাটি কাটায় লক্ষ টাকা এবং লাইসেন্স ছাড়া ইট ভাটা পরিচালনার দায়ে লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল।

অভিযানে আনসার ব্যাটালিয়নের সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এমআর

Scroll to Top