নিজস্ব প্রতিবেদক: হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের লাইটে শর্টসার্কিটের কারণে ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। তাই ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর অভিমুখী ফ্লাইট ছাড়তে বিলম্ব হচ্ছে।
মঙ্গলবার (২০ জুন) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষ রানওয়ের লাইট সচল করতে কাজ করছেন।
বিমানবন্দরের এক সূত্রে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, ঢাকা ছেড়ে আসা বেসরকারি নভোএয়ারের একটি ফ্লাইট রাত ৭টা ৫৫ মিনিটে চট্টগ্রামে আসলেও রানওয়ের লাইটের সমস্যার কারণে অবতরণ করতে পারেনি। এ ঘটনায় ওই ফ্লাইটের যাত্রীদের রিসিভ করতে আসা স্বজনদের উদ্বেগ দেখা দেয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গণমাধ্যমকে বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটের জন্য সন্ধ্যা ৬টা ২৫ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত রানওয়ের লাইটে সমস্যা হয়েছিল। বর্তমানে সব ঠিক আছে।