রাতেই লাহোর যাচ্ছেন লিটন

সিপ্লাস ডেস্ক: জ্বরের কারণে এশিয়া কাপে দলের সঙ্গী হতে পারেননি লিটন দাস। তার বদলে এনামুল হক বিজয়কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। তবে এই মুহূর্তে অনেকটাই সুস্থ লিটন। ফলে সোমবার রাত নয়টার ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে রওনা হচ্ছেন তিনি।

এশিয়া কাপের স্কোয়াডে এই মুহূর্তে ওপেনার হিসেবে আছেন নাঈম শেখ, তানজিদ হাসান তামিম ও এনামুল হক বিজয়। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নাঈম শেখের সঙ্গে ওপেনিং করতে নেমেছিলেন তানজিদ তামিম। তবে অভিষেক ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি তামিম।

নাঈম শেখও বড় ইনিংস খেলতে ব্যর্থ দুই ম্যাচেই। দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে মেকশিফট ওপেনার হিসেবে খেলানো হয়েছে মেহেদী হাসান মিরাজকে। রোববার আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে টাইগাররা। এখন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত-পাকিস্তানের মতো বড় দল। তাই দলের গভীরতা বাড়াতে লিটনকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে, ঢাকা থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দোহা হয়ে লিটনের পাকিস্তান যাওয়ার কথা। তার মানে, এশিয়া কাপের সুপার ফোর পর্বের ম্যাচগুলোতে লিটনের খেলার সম্ভাবনা থাকছে।

তবে এই ওপেনার কে কার পরিবর্তে দলে নেওয়া হবে সেটা এখনো জানানো হয়নি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জনিয়েছেন দলে ইনজুরি শঙ্কা আছে বলেই লিটনকে পাঠানো। সুপার ফোরের প্রথম ম্যাচে বুধবার (৬ সেপ্টেম্বর) পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

Scroll to Top