চাটগাঁ নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ এএইচএম কামারুজ্জামান হলের নির্মাণাধীন দোতলা ভবনের ছাদ ধসে গেছে।
মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে বিকট শব্দে ভবনের ছাদ ধসে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম জানান, নির্মাণাধীন ভবনে ৯ জন শ্রমিক কাজ করছিলেন। আর ২ জন ছিল কোম্পানির লোক। এদের মধ্যে ৯ জনকে উদ্ধার করা হলেও বাকি ২ জনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মতিহার থানার ওসি মোবারক পারভেজ জানান, ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের অবস্থা গুরুতর। গুরুতর আহত তিনজন হলেন: আজাদুল (৩৫), সিফাত (২২) এবং সিহাব (২৫)।
নির্মাণ শ্রমিক সেলিম বলেন, ছাদ ধসে যাওয়ার পর প্রথমে পাঁচজনকে এবং তারপরে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “ভবনে মোট ১২ জন কাজ করছিলেন। তাদের মধ্যে ৯ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি ৩ জন চাপা পড়ে আছে না উদ্ধার করা হয়েছে তা জানতে পারিনি।”
শহীদ শামসুজ্জোহা হলের বাসিন্দা পারভেজ হাসান বলেন, বিকট শব্দ শোনার কয়েক মিনিটের মধ্যে তিনি ঘটনাস্থলে পৌঁছান। তিনি এসে দেখেন দুইজন শ্রমিকের শরীর পুরোটাই বালু দিয়ে ঢাকা। তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।
চাটগাঁ নিউজ/এমআর