রাজধানীতে হঠাৎ কর্মসূচির ডাক আ.লীগের, প্রতিহতের ঘোষণা সরকারের

চাটগাঁ নিউজ ডেস্ক: শহিদ নূর হোসেনের স্মরণে ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে ১০ নভেম্বর হঠাৎ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। এর প্রেক্ষিতে আওয়ামী লীগের সমাবেশ ও মিছিল মোকাবেলা করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার (৯ নভেম্বর) আওয়ামী লীগের ফেসবুক পেইজ থেকে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার ফেসবুক প্রোফাইলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। একই হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।তিনিও শনিবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন।

আওয়ামী লীগের পোস্টে বলা হয়, ১০ নভেম্বর আসুন নূর হোসেন চত্বরে (জিরো পয়েন্ট, গুলিস্তান)। আমাদের প্রতিবাদ দেশের মানুষের অধিকার হরণের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ মৌলবাদী শক্তির উত্থানের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ সাধারণ মানুষের জীবন যাত্রাকে ব্যাহত করার চক্রান্তের বিরুদ্ধে। অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে আপনিও অংশ নিন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফেসবুক পোস্টে জানান, আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলকে বাংলাদেশে কোনো প্রতিবাদ করার সুযোগ নেই।

তিনি আরও জানান, গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশ নিয়ে কেউ সমাবেশ, সমাবেশ ও মিছিল করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার পূর্ণাঙ্গ মোকাবেলা করবে। কোনো সহিংসতা বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের কোনো প্রচেষ্টাকে অন্তর্বতীকালীন সরকার বরদাস্ত করবে না বলেও জানিয়েছেন তিনি।

অন্যদিকে ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, গণহত্যাকারী/নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top