রাঙ্গুনিয়ার ২২০০ কৃষকের মাঝে সার, বীজ ও নারিকেল চারা বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে ১৬০০ জন কৃষককে সার ও বীজ এবং ৬০০ জন কৃষককে নারিকেল চারা বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ জুন) সকালে বিতরণ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠান উপজেলা কৃষি অফিসের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহেবুব’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি। উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখর বিশ্বাস, বিআরডিবি চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুকুমার তালুকদার প্রমুখ। শেষে প্রত্যেক কৃষককে ৫ কেজি করে আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৬০০ জন কৃষকের প্রত্যেককে ৫টি করে নারিকেল বীজ বিতরণ করা হয়।

চাটগাঁ নিউজ/জগলুল/এসআইএস

Scroll to Top