রাঙ্গুনিয়ার রাস্তায় পাওয়া শিশু বেবী হোমে

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় রাস্তা থেকে ৮ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। পরে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে শিশুটিকে বেবী হোমে পাঠানো হয়।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দিনগত রাত দুইটার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গোচরা চৌমুহনী এলাকা থেকে শিশুটিকে নিয়ে আসা হয়।

পুলিশ জানায়, গভীর রাতে ৯৯৯ এর ফোনে খবর আসে প্রচন্ড শীতে একটি বেওয়ারিশ শিশু রাস্তার পাশে বসে কাঁপছিল। ফোন পেয়ে শিশুটিকে থানা হেফাজতে নিতে গোচরা চৌমুহনী যান কয়েকজন পুলিশ সদস্য। পরে শিশুটিকে থানায় নিয়ে আসে তারা।

রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মো. জহির বলেন, “শিশু তার নাম ইয়ামিন ছাড়া আর কিছুই বলতে পারেনা। রাতে শিশুটিকে থানায় আনার পর খাবার দেওয়া হয়েছে, রাতে খুব যত্ন করে রাখা হয় তাকে’’।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, “বুধবার (১০ জানুয়ারি) দুপুরে ওই শিশুকে সমাজসেবা কার্যালয়ে বুঝিয়ে দেয়া হয়।”

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান বলেন, “শিশুটিকে চট্টগ্রাম নগরীর বেবী হোমে পাঠিয়ে দেওয়া হয়েছে। শিশুটির পরিবার পরিজন না পেলে শিশু পরিবারে ওই শিশু থাকবে।”

 

চাটগাঁ নিউজ/এমএসআই

Scroll to Top