রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা উপজেলার ছয়টি কেন্দ্রে সারাদেশের ন্যায় একযোগে শুক্রবার (১ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলার শতাধিক প্রতিষ্ঠানের দুই হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘন্টাব্যাপী পরীক্ষায় স্কুল এবং মাদ্রাসা পর্যায়ের দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বাংলা, গণিত, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর ১০০ নাম্বারের পরীক্ষা গ্রহণ করা হয়।
রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা পরীক্ষায় সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অংশ নিচ্ছেন। এসময় পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির কেন্দ্রীয় উপদেষ্টা পীরজাদা মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ, এডভোকেট আবু নাছের তালুকদার, কেন্দ্রীয় পরিচালক অধ্যাপক এমরানুল ইসলাম।
সাবেক কেন্দ্রীয় পরিচালক ইবরাহিম খলিল, কেন্দ্রীয় সাবেক ভাইস চেয়ারম্যান এইচ এম শহীদুল্লাহ্, শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি রাঙ্গুনিয়া উপজেলার উপদেষ্টা মাহমুদুর রশিদ মাসুদ, মুহাম্মদ আবদুল কাদের, আশরাফ সরোয়ার, রাঙ্গুনিয়া উপজেলার (মধ্যম-দক্ষিণ) সাবেক পরিচালক মুহাম্মদ করিম উদ্দীন হাছান, মীর হাবিবুল্লাহ, আলতাফ হোসেন, কমফ ইকবাল হোসেন, মাওলানা সাইফুল ইসলাম, স্মৃতি বৃত্তির রাঙ্গুনিয়ার উপদেষ্টা মাহমুদুর রশিদ মাসুদ, মুহাম্মদ আবদুল কাদের, আশরাফ সরোয়ার, রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আবু সায়েম, স্মৃতি বৃত্তি রাঙ্গুনিয়া উপজেলা (মধ্যম-দক্ষিণ) এর পরিচালক নাছির উদ্দীন নাহিদ, উপ পরিচালক (সার্বিক) রবিউল মোস্তফা রাফি, উপ পরিচালক (নিয়ন্ত্রক) শাহে এমরান রনি প্রমুখ।