রাঙ্গুনিয়া প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায রাণীর হাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার রাণীর হাট বাজারের কেবিএস কনভেনশন ক্লাবের পাশে এই ঘটনা ঘটে।
নিহতের নাম মো. রুবেল (২৬)। তিনি একই এলাকার মো. রফিকের ছেলে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা মো. জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত রুবেল সিসি ক্যামেরার ওয়াই ফাই সংযোগের কাজ করছিলেন। এসময় দুর্ঘটনাবশত বিদ্যুৎ তারে জড়িয়ে যান তিনি। সেখানেই বিদ্যুৎ স্পৃষ্টে তার মৃত্যু হয়েছে বলে তিনি জানান।
রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এটি ময়নাতদন্ত করা হবে। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।
চাটগাঁ নিউজ/ইউডি