রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বিশাল জনসভার আয়োজন করা হচ্ছে। জনসভা সফল করতে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে রাঙ্গুনিয়া ক্লাবের হলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবউদ্দিন বাহার। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী।
উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহাম্মেদ হাসনাত ও পৌর বিএনপি সদস্য সচিব আব্দুস সালামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক আজম খান, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সভাপতি মোতালেব চৌধুরী।
এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, আবছার চৌধুরী, গাজী মো. আইয়ুব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নবাব মিয়া চেয়ারম্যান, উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল আমিন তালুকদার, সাধারণ সম্পাদক নাছিম শিকদার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম খোকন, আব্দুল শুক্কুর ও আলী আজগর, উপজেলা যুবদলের আহ্বায়ক সেকান্দর সওদাগর, পৌর যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন, সদস্য সচিব মো. মহসিন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহ্বায়ক শাহাজাহান সিকদার, সদস্য সচিব রাসেল চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, রাঙ্গুনিয়া উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী নূর তালুকদার মণি, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাইফুদ্দিন তালুকদার, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. কাইয়ুম প্রমুখ। প্রস্তুতি সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পৌরসভার আওতাধীন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসভাকে সফল করতে সকল নেতৃবৃন্দকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।
চাটগাঁ নিউজ/জগলুল হুদা/এমকেএন