রাঙ্গুনিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী সম্মেলন

রাঙ্গুনিয়া প্রতিনিধি :  বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে শিলক ইউনিয়নস্থ একটি কমিউনিটি সেন্টারে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমীর মুহাম্মদ আলাউদ্দিন সিকদার।

শিলক ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ্ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হামিদুর হকের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফজলুল করিম, রাঙ্গুনিয়ার আমীর মাওলানা হাসান মুরাদ, নায়েবে আমীর মাওলানা শওকত হোসেন, শিলক ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি মাওলানা সাব্বির আহমেদ, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এরফানুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

এতে শিলক ও পদুয়া ইউনিয়নের ইউনিট ঘোষণা করা হয়। সম্মেলনে সহস্রাধিক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।

চাটগাঁ নিউজ/ইউডি  

Scroll to Top