পড়া হয়েছে: ৬৪
রাঙ্গুনিয়া প্রতিনিধি: এওয়াক এর চাইল্ড ইম্পাউয়ারমেন্ট প্রোগ্রামের আওতায় লিলিয়ানী ফাউন্ডেশন ও সিডিডি এর সহযোগিতায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রতিবন্ধী শিশুদের মাঝে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব উপকরণ বিতরণ করা হয়।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এওয়াকের প্রধান নির্বাহী সফিউল আজম সিরাজী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহেবুব। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খাইরুল বশর মুন্সি, এওয়াকের সমন্বয়কারী সঞ্জিত কুমার দাশ, সহ সমন্বয়কারী সমীর বড়ুয়া শিমুল, থেরাপিস্ট রেজাউল করিম প্রমুখ।
শেষে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইলচেয়ার, ওয়াকার, হেয়ারিং এইড, টেইলর বেইজ, আই গ্লাসসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।