রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি : জেলা রাঙ্গুনিয়ায় ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৩ জুলাই) সকাল ১১ টার দিকে চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মেহেরুন্নেছা রুহি (৮)। সে উপজেলার সরফভাটা ইউনিয়নের ইত্যাদী সুইটস এলাকার ব্যবসায়ী শওকত হোসেন মঞ্জুর শিশুকন্যা।

মৃত রুহির স্বজন, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, দু’দিন আগে সে সরফভাটা থেকে লিচুবাগান ফুফুর বাড়িতে বেড়াতে গিয়েছিলো সে। সেখানে আজ শনিবার সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে নামলে তলিয়ে যায় রুহি। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে পুকুরে খোঁজাখুঁজি করা হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা পুকুরে নেমে শিশুর নিথর দেহ উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের টিম লিডার জাহেদুর রহমান বলেন, পানিতে খোঁজাখুঁজির এক পর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পানির তলদেশে ওই শিশুর নিথর দেহ পান। ততক্ষণে ওই শিশুটি বেঁচে নেই।”

সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, “খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। সরফভাটা থেকে সে ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিলো। সে ব্যবসায়ী মঞ্জুর দুই কন্যা শিশুর মধ্যে ছোট সন্তান এবং সরফভাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলো।”

আজ সন্ধ্যার পর মেহেরিয়া মাদ্রাসা মাঠে নামাজের জানাজা শেষে কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

চাটগাঁ নিউজ/এসআইএস

Scroll to Top