রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া থানাধীন ব্রহ্মোত্তর এলাকায় চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা খেল জাহাঙ্গীর নামে এক চোর। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করল স্থানীয় জনতা।
বুধবার (২৫ ডিসেম্বর) ভোর রাতে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড ব্রহ্মোত্তর এলাকায় এই ঘটনা ঘটেছে।
গ্রেফতার জাহাঙ্গীর রাঙ্গুনিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড সৈয়দবাড়ি গ্রামের আবু সৈয়দের ছেলে। তার বিরুদ্ধে চুরি আইনে মামলা দায়ের করা হচ্ছে বলে জানান পুলিশ।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, আগেও এলাকার বিভিন্ন জায়গায় চুরি করে ধরা খেয়েছে বলে জাহাঙ্গীর। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার ভোর পৌনে ৫টার দিকে ব্রহ্মোত্তর এলাকার একটি চায়ের দোকানে চুরি করতে ঢুকে জাহাঙ্গীর। এসময় দোকানদার তাকে ধরার চেষ্টা করলে ধস্তাধস্তি করে পালানোর চেষ্টা করে সে। দোকানদারের চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে ধরে ফেলে। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যান। এসময় তার কাছ থেকে ধারালো ছুরি, লোহার রড ও তালা খোলার যন্ত্র উদ্ধার করা হয়।
জানা যায়, রাঙ্গুনিয়ায় সম্প্রতি চুরির ঘটনা বেড়েই চলেছে। সর্বশেষ মঙ্গলবার দিনগত রাতে আলম শাহ পাড়া এলাকা থেকে ১২টি অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। এমনকি থানা সদরের আশেপাশের একাধিক দোকানেও চুরির ঘটনা ঘটে। জাহাঙ্গীর থানার আশেপাশে দোকান চুরির ঘটনায় জড়িত বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
চাটগাঁ নিউজ/ জগলুল/ইউডি