রাঙ্গুনিয়ায় গ্যাসের চুলার আগুনে পুড়েছে দুই বসতঘর

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে দুটি বসতঘর। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে রান্নাঘরের গ্যাসের চুলা থেকে এই অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

রাঙ্গুনিয়া ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ওই এলাকার স্থানীয় একটি ঘরে আগুন লেগে তা পাশের বাড়িতে ছড়িয়ে যায়। এতে মো. বদরুজ্জামানের এবং মো. ইউসুফের দুটি কাচা টিনের বসতঘর পুড়ে যায়। এতে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। তবে ক্ষতির পরিমাণ আরও বেশি বলে দাবি ক্ষতিগ্রস্থদের।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মেরাজ আলী জানান, অগ্নিকাণ্ডের খবরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে৷

চাটগাঁ নিউজ/জগলুল/এসএ

Scroll to Top