পড়া হয়েছে: ৪২
রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকার গুমাইঝিল মৌজার মহাজন বটতল এলাকায় খাস জমি দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। যেখানে রাঙ্গুনিয়া থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আদালতকে সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, ওই স্পটে অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছিলো। খবর পেয়ে গত ১৪ নভেম্বর অভিযান চালিয়ে তা উচ্ছেদ করা হয়েছে। এর আগেও ওই ইউনিয়নে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাস জমি উদ্ধার করা হয়েছিলো। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ