রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুল আবছার চৌধুরীর সৃজন করা বাগানের অর্ধলক্ষ টাকা মূল্যের একটি সেগুন গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ জানুয়ারি) ভোরে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের পাঠান পাড়ায় এ ঘটনাটি ঘটেছে।
এসময় কাটা গাছ গিয়ে বিদ্যুৎ তারের উপর পড়ায় তার ছিঁড়ে আশেপাশের কয়েক গ্রামে প্রায় ১২ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিলো।
জানা গেছে, উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের পূর্ব হিন্দুপাড়া সেবাহলা বটতল মহাজন বাড়ি এলাকায় সাংবাদিক নুরুল আবছার চৌধুরীর গাছ বাগান রয়েছে। রাতের আধারে সেখান থেকে বড় একটি সেগুন গাছ কেটে নিয়ে যায় সংঘবদ্ধ একটি চক্র।
গাছটি কাটার সময় বিদ্যুতের খুঁটির উপর পড়লে তার ছিড়ে যায়। এসময় মহাজন বটতল, পাঠানপাড়া, শ্যামাপাড়া, নবগ্রামের প্রায় তিন হাজার গ্রাহকের ১২ ঘন্টা বিদ্যুৎ বন্ধ ছিলো। এতে চরম দূর্ভোগ পোহাতে হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে গাছ কাটার বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক নুরুল আবছার চৌধুরী। এই ব্যাপারে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম।
চাটগাঁ নিউজ/জগলুল/জেএইচ