রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ১৫ লাখ টাকা মূল্যের অবৈধ সিগারেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার পৌরসভা সোহাগ কমিউনিটি সেন্টারের সামনে কাপ্তাই সড়ক থেকে একটি সিএনজি অটোরিকশাসহ এসব সিগারেট জব্দ করা হয়।
আটককৃতরা হলেন-লোহাগাড়া থানার পুটিবিলা এলাকার রায় মোহনের ছেলে দিপঙ্কর বড়ুয়া(৪৫) ও লংগদু থানার বগা চত্বর ইউনিয়নের আবুল হোসেনের ছেলে ওমর ফারুক (৩০)।
জানা যায়,কাপ্তাই থেকে সিএনজি অটোরিকশাটি (রাঙ্গামাটি থঃ ১১-০৭৪০) শহরের দিকে যাচ্ছিলো। এসময় সিএনজি তল্লাশি করে অবৈধ সিগারেট ভর্তি ৪টি সাদা রঙের প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। এর মধ্যে দুই বস্তায় দুই ব্রান্ডের ১৬টি সিগারেটের কার্টন (৯ কার্টন পেট্রন+৭ কার্টন ওরিস) উদ্ধার করা হয়। অভিযানে সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।
রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, ৪ বস্তা সিগারেট, একটি সিএনজি ও দুইজন আসামীকে আটক করা হয়েছে। আমদানি নীতি ভঙ্গ করার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/জগলুল/ইউডি