রাঙামাটির হিলমুন সুইটসকে জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্কঃ রাঙামাটির রিজার্ভ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হিলমুন সুইটস নামে একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও বেকারি খাদ্যসামগ্রী তৈরির অভিযোগে হিলমুন সুইটসকে এই জরিমানা ধার্য করা হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ বিন ইকরামের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালীন সময়ে রাঙামাটি জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মুনতাসির মাহমুদ জানান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সব সময় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে। আজ শহরের রিজার্ভ বাজার এলাকায় একটি বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা না করায় এই প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

উক্ত অভিযানে রাঙ্গামাটি জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মুনতাসির মাহমুদ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শওকত আলী, রাঙামাটি পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ফিরোজ আল মাহমুদ উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top