রাঙামাটি প্রতিনিধি: এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো নেপালের মহেন্দ্র বাহাদুর চাঁদকে হারিয়ে প্রো-বক্সিং চ্যাম্পিয়নশিপ ২.০ ফাইট নাইটের শিরোপা বেল্ট জয়লাভকারী রাঙামাটির দূর্গম জুরাছড়ির বাসিন্দা সুরকৃষ্ণ চাকমাকে নিজ গ্রামে সংবর্ধনা দিয়েছে স্থানীয় গ্রামবাসীরা।
মঙ্গলবার দুপুরে সুরকৃষ্ণ চাকমা জুরাছড়িস্থ নিজগ্রাম রাস্তারমাথা গ্রামে পৌছুলে স্থানীয়বাসিন্দাদের উদ্যোগে তাকে গাড়িতে চড়িয়ে পুরো উপজেলা সদর প্রদক্ষিণ করানো হয়। পরে স্থানীয় গ্রামবাসী উদয়ন চাকমা, দয়াকুমার চাকমা, শান্তিময় চাকমা, তাপস চাকমার উদ্যোগে ফুলের মালা দিয়ে সুরকৃষ্ণকে সংবর্ধিত করা হয়।
এসময় সুরকৃষ্ণ চাকমার স্ত্রী টিশি চাকমাসহ নিজ গ্রামের কয়েকশ নারী-পুরষ’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিজেদের গ্রামের মেধাবী সন্তান সুরকৃষ্ণকে সংবর্ধিত করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত মন্তব্য করে গ্রামবাসীরা জানান, সুরকৃষ্ণকে অনুসরন করে আমাদের সন্তানরাও যাতে খেলাধূলায় আগ্রহী হয় আমরা সেই প্রত্যাশাই করছি।
এদিকে, নিজগ্রামের স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সংবর্ধিত হওয়ায় অনুভূতি জানতে চাইলে সুরকৃষ্ণ চাকমা বলেন, এটা অনেক অনেক প্রত্যাশিত ও অনুপ্রাণিত করেছে আমাকে। সুরকৃষ্ণ বলেন, আমার নেক্সট লক্ষ্য হচ্ছে আমি যে চ্যাম্পিয়ন ব্যাল্টটি পেয়েছি, সেই বেল্টটিকে ধরে রাখতে আগামী তিন মাসের মধ্যে কেউ আমাকে চ্যালেঞ্জ করলে আমি তার সাথে ফাইট করে জিততে পারলেই উক্ত চ্যাম্পিয়ন ব্যাল্টটি আমি রাখতে পারবো। এছাড়াও আমার পরিকল্পনা হচ্ছে আগামী বছরে আমি ইউরোপের ল্যাটিন আমেরিকার যেকোনো দেশে খেলতে যেতে প্রস্তুতি গ্রহণ করবো। নিজের মূল লক্ষ্য হলো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া এমন মন্তব্য করে সুরকৃষ্ণ বলেন, পাহাড়ের দূর্গম এলাকাগুলোতে অনেক মেধাবী খেলোয়ার রয়েছে তাদেরকে তুলে আনার পদক্ষেপ খুবই কম দেখা যায়। এটা থেকে উত্তরণ ঘটিয়ে আমাদের পাহাড়ের সন্তানদের তুলে এনে পর্যাপ্ত নার্সিং করতে পারলে তারাও দেশের হয়ে খেলে সুনাম বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি।
রাঙামাটি জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের রাস্তারমাথা গ্রামের কৃতি সন্তান সুরকৃষ্ণ চাকমা জম্ম গ্রহণ করেন ১৯৯৫ সালে। সুরকৃষ্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র। বাংলাদেশের প্রথম পেশাদার বক্সার সুরকৃষ্ণ চাকমা। ২০১৮ সালে ব্রিটিশ-বাংলাদেশি বক্সার আলী জ্যাকোর হাত ধরে পেশাদার জগতে যাত্রা শুরু হয়েছিল সুরকৃষ্ণ’র।