পড়া হয়েছে: ১৩০
রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে রাঙামাটি জেলা পুলিশ। এসময় তাদের সাথে একটি বাচ্চাও ছিল।
রবিবার (২৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম থেকে রাঙামাটিতে আসার পথে রাঙামাটি শহরের মানিকছড়ি যৌথ বাহিনীর চেক পোস্টে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে মো. ওয়াসিস (৪২) ও রুজি আক্তার (৩২) দম্পতিকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।
তিনি জানান, দম্পতির কাছ থেকে ১০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/আলমগীর/জেএ্ইচ