নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রতীক বরাদ্দের পর নৌকা প্রতীকের প্রার্থী এ.বি.এম ফজলে করিম চৌধুরী রাউজান জুড়ে চষে বেড়াচ্ছেন।
ইতোমধ্যেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ.বি.এম ফজলে করিম চৌধুরী রাউজানের পৌরসভা হতে শুরু করে পাহাড়তলী, হলদিয়া,ডাবুয়া, নোয়াজিষপুর, চিকদাইর, রাউজান সদর, পূর্ব গুজরা, গহিরা, নোয়াপাড়া, উরকিরচরসহ প্রতিটি ইউনিয়নে তিন থেকে চারটি পথসভায় অংশ নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। নৌকা প্রতীকের এই সব পথসভায় কয়েক শত নারী পুরুষের অংশগ্রহণ জনসভায় রূপ নিলেও অন্যান্য প্রার্থীদের মাঠে তেমন সাড়া নেই।
২৪ ডিসেম্বর (রবিবার) সকালে উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেলের সার্বিক তত্ত্বাবধানে বৈজ্জাখালী, আবুরখীল, উরকিরচর বাজারে এবং বিকালে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বাবুল মিয়ার তত্ত্বাবধানে নিরামিষপাড়া, চৌধুরী হাট ও পথেরহাটের পথসভায় অংশ নেন নৌকার প্রার্থী এ.বি.এম ফজলে করিম চৌধুরী। প্রতিটি পথসভা নৌকার স্লোগানে মুখরিত হয়ে উঠে।
এই সময় এ.বি.এম ফজলে করিম চৌধুরী জনসভায় বলেন, “আপনারাই আমার শক্তি, আপনারাই আমার অনুপ্রেরণা, আপনারাই আমার সংসার। এই নৌকা প্রতীক, স্বাধীনতার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, আমার প্রতীক, আপনার প্রতীক। এই দেশ,জাতি,ভাষা, মানুষের স্বাধীনতার অধিকার, মানচিত্র, পাসপোর্ট সকল কিছুই এই নৌকা দিয়েছে”।
এসব পথসভায় বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, চিকিৎসক নেতা ডা. উত্তম কুমার বড়ুয়া, ডা. শেখ শফিউল আজম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, নুরুল আবসার, সাবেক ইউপি চেয়ারম্যান এস. এম আব্দুল মজিদ, ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, মোহাম্মদ রোকন উদ্দিন ও উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম ব্যবসায়ী নেতা উদ্দিন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মঞ্জুরুল আলম, ব্যবসায়ী নেতা জসিম উদ্দিন, শফিউল আজম, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, হাজী সালাউদ্দিন, সেকান্দর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহেদুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিনসহ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা নেতৃত্ববৃন্দ।
প্রতিটি পথসভা স্থলসহ রাউজানের আনাচে কানাচে নৌকা প্রতীকের পোস্টার ছড়িয়ে থাকলেও বাকী চার প্রতীকের পোস্টার তেমন চোখে পড়ছে না। নৌকা প্রতীকে প্রতিটি পথসভায় পুরুষের চেয়ে নারীদের সংখ্যা বেশি দেখা যাচ্ছে। তাদের স্বতঃস্ফুর্তভাবে নৌকার স্লোগানে নির্বাচনী প্রচারণা সভা মুখরিত হয়ে উঠে।