রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ মার্চ) ভোররাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম গশ্চি রাধাকৃষ্ণ মন্দিরের গেইটের সম্মুখ হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. ইউসুফ ভান্ডারী প্রকাশ কালু (৫০), সীতাকুণ্ড। মো. দিদার (৫৫), ভাটিয়ারী। মো. তসলিম উদ্দিন ড্রাইভার (৪২), সলিমপুর। মো. খলিল, বরিশাল, মো. আনোয়ার, ফেনী।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ ডাকাতদের গ্রেফতার করে। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রো-বক্স গাড়ি, ১টি কাটার, দু’টি ধারালো দা, ১টি ধারালো ছোরা, ১টি হেক্সো মেশিন, ১টি স্ক্রু ড্রাইভার, ৭টি ধারালো কাটার ব্লেড ও ১টি হেক্সো ব্লেড উদ্ধার করা হয়।
অভিযানকালে ডাকাত দলের এক সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। তার নাম মো. পারভেজ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাউজান থানায় মামলা রুজু করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ৭ মার্চ সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
পুলিশ আরও জানায়, এই আন্তজেলা ডাকাত দলের সদস্যরা দীর্ঘদিন ধরে ডাকাতি, ছিনতাই ও গরু চুরির সাথে জড়িত রয়েছে।
চাটগাঁ নিউজ/এমআর