রাউজানে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে ৫টি দোকান। শুক্রবার (১ নভেম্বর) ভোরে রাউজান পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের দায়ার ঘাটা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় পরিমল সেনের জনতা ফার্মেসি, প্রত্যয় সরকারের সুলতানপুর ফার্মেসি, আবু রায়হানের রকমারি কম্পিউটার অ্যান্ড স্টেশনারি, বরুণ শীলের সেলুন এবং মো. বাবুলের আবুধাবি টেকনিক্যাল ওয়ার্কসপ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ পাঁচ প্রতিষ্ঠানের প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।

রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের লিডার কাউসার বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আমাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়-ক্ষতির বিষয়ে তদন্ত ছাড়া এ মুহূর্তে বলা যাচ্ছেনা।

তবে এটি পরিকল্পিত অগ্নিকাণ্ড বলে অভিযোগ করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবু রায়হান। তিনি বলেন, আমার প্রতিষ্ঠানের প্রায় ৬-৭ লাখ টাকা ক্ষতি হয়েছে। পরিকল্পিতভাবে অতিদাহ্য পদার্থ দ্বারা অগ্নিসংযোগ করা হয়েছে।

এ ঘটনায় আইনের আশ্রয় নেওয়ার কথাও জানান তিনি।

চাটগাঁ নিউজ/জেএইচ

 

Scroll to Top