‘রাউজান হবে সম্প্রীতির মডেল’

চাটগাঁ নিউজ ডেস্ক:  চট্টগ্রামের রাউজান বাংলাদেশের অন্যতম তীর্থ ভূমি। বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের সব আন্দোলন সংগ্রামে রাউজানের মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণ জাতির কাছে অবিস্মরণীয়। সব ধর্মবর্ণের মানুষ নিয়ে রাউজান সম্প্রীতির মডেল হবে বলেন রাউজান থানার নবাগত অফিসার ইনচার্জ মীর মাহাবুবুর রহমান।

রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে আহলে সুন্নাত ওয়াল জামাআত রাউজান উপজেলার নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।

মীর মাহাবুবুর রহমান সম্প্রীতির রাউজান বিনির্মাণে আহলে সুন্নাত ওয়াল জামাআত নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতৃবৃন্দ শান্তি ও সম্প্রীতির রাউজান বিনির্মাণে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় আহলে সুন্নাত ওয়াল জামাআত রাউজান উপজেলার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নূরী, অধ্যাপক অহিদুল আলম, আল্লামা ইদ্রিছ আনসারী, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ আজাদ রানা, মুহাম্মদ রায়হান, মুহাম্মদ ওসমান, জয়নাল আবেদীন জাবেদ, মোহাম্মদ জমির হোসাইন সানি, মুহাম্মদ এনামুল হক মুন্না, মাওলানা আনসারুল আলম, মোহাম্মদ সাদ্দাম হোসাইন, মুহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।

চাটগাঁ নিউজ /এআইকে

Scroll to Top