পড়া হয়েছে: ৭৪
রাঙামাটি প্রতিনিধিঃ সাশ্রয়ী মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে টিসিবি’র পণ্য বিতরণ করা হয়েছে।
রবিবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ১হাজার ১শত ১৩ জনকে এই পন্য বিতরণ করা হয়।
এই সময় কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন বলেন, “সর্বমোট ৪শত ৭০টাকার বিনিময়ে প্রতিজন টিসিবির কার্ডধারীকে জনপ্রতি ৫কেজি চাল, ২কেজি ডাল এবং ২লিটার সয়াবিন তেল প্রদান করা হয়”।
উপজেলা বিআরডিবি কর্মকর্তা ও রাইখালী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার আবদুল্লাহ আল বাকের উপস্থিত থেকে টিসিবির কার্ড প্রাপ্তদের হাতে টিসিবির পণ্য তুলে দেন। এসময় ডিলার বির্দশন বড়ুয়াও উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এসবিএন