আন্তর্জাতিক ডেস্ক: কল সেন্টারের মাধ্যমে ৫০টি দেশের লক্ষাধিক মানুষকে ঠকিয়েছে একটি চক্র । সোমবার রাশিয়ার একটি কল সেন্টারে অভিযান চালিয়ে এই চক্রকে আটক করেছে দেশটির পুলিশ। রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, আটককৃতদের মধ্যে ইসরায়েলি ও ইউক্রেনীয় নাগরিক রয়েছে। প্রতারিত হয়েছেন ৫০টি দেশের নাগরিক। তার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের দেশও রয়েছে।
দেশটির গোয়েন্দা সংস্থার প্রকাশিত ভিডিও বিশ্লেষণে দেখা যায়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি বিজনেস সেন্টারে অভিযান চালাচ্ছেন। বিভিন্ন বর্ণের কয়েকজন কর্মীকে আটক করেছেন এবং তাদের কম্পিউটার ও সার্ভার পরীক্ষা করা হচ্ছে।
রুশ নিরাপত্তা সংস্থা এফএসবি জানায়, ‘এই কল সেন্টার দিয়ে একটি আন্তর্জাতিক অপরাধ চক্র কাজ করতো। তারা ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ব্রাজিল, কানাডা, ভারত, জাপানসহ বিভিন্ন দেশের নাগরিকের সঙ্গে প্রতারণা করেছে। প্রতিদিনই তারা অবৈধভাবে ১০ লাখ ডলার পর্যন্ত আয় করতো।’
রুশ গোয়েন্দাদের দাবি, এই চক্রটি জর্জিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ডেভিড কেজেরাশিভলির হয়ে কাজ করতো। তিনি মিল্টন গ্রুপের প্রতিষ্ঠাতা। বর্তমানে লন্ডনে আত্মগোপনে আছেন।
ওই অফিস থেকে ১১জন কর্মীকে আটক করেছে এফএসবি। তাদের মধ্যে একজন ইসরায়েলি-ইউক্রেনীয় নাগরিক রয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ