চাটগাঁ নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি খ্রিষ্টান স্কুলে ছাত্রের গুলিতে এক শিক্ষক ও এক কিশোর শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ম্যাডিসনের পুলিশ প্রধান শন বার্নস হামলাকারী বা তাদের লিঙ্গ পরিচয় জানাতে অস্বীকৃতি জানালেও দেশটির সংবাদমাধ্যমে বলা হচ্ছে, হামলাকারী ১৭ বছর বয়সী এক নারী।
কর্তৃপক্ষ জানিয়েছে, গুলি চালানোর আগে অ্যাবান্ডেন্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে উপস্থিত ছিলেন হামলাকারী। তাকে ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া গেছে।
বার্নস বলেন, আজ শুধু ম্যাডিসনের জন্য নয়, আমাদের পুরো দেশের জন্য একটি দুঃখের দিন। আমাদের সমাজে আরও ভালো কাজ করতে হবে। পুলিশ গুলি ছোঁড়ার কারণ জানতে পারেনি এবং সন্দেহভাজনের পরিবার তদন্তে সহযোগিতা করছে।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় সময় সোমবার সকাল ১১টার দিকে ৯১১ নম্বরে কল পেয়ে পুলিশ ওই স্কুলে যায়। গোলাগুলির আগেই হামলাকারী স্কুলে যায় বলে জানিয়েছেন বার্নস। গোলাগুলি একটি স্থানেই সীমাবদ্ধ ছিল, তবে স্থানটি কোনো শ্রেণিকক্ষ বা হলওয়ে কি না তা স্পষ্ট নয়।
স্কুলের পরিচালক বারবারা উইয়ার্স বলেন, বন্দুকবাজি ঠেকাতে এ বছরের শুরুতে শিক্ষালয়টিতে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল।
চাটগাঁ নিউজ/ইউডি