মোছলেম উদ্দিন স্মৃতি ব্যাটমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে চট্টগ্রাম-৮ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের আমৃত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ স্মৃতি ব্যাটমিন্টন টূর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার গোমদন্ডী ফুলতল এলাকায় আলহাজ্ব এম,এ হাশেম ফাউন্ডেশন আয়োজিত টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সাইদুল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পৌর মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর এর স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস, এম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম।

আবছার উদ্দিন হিরা, ইলিয়াছ জাফর, শেখ শহিদুল আলম, হাজি আবদুল মান্নান রানা, কার্তিক শীল, রেবেকা সুলতানা মনি, গিয়াস উদ্দিন সোহেল, ইসমাইল হোসেন আবু, বেলাল মোঃ সাইফুদ্দিন, আবদুল্লাহ আল নোমান, ইমরামুল হক মুন্না, মোঃ সারোয়ার।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের পরিচালক মোরশেদুল আলম চৌধুরী, আশরাফ উদ্দিন কাজল, নুরুল আজীম,খালেদ চৌধুরী, আবদুর রাব্বান মামুন, মোঃ ইব্রাহিম, সোহেল, মঈন উদ্দিন বাদল, কামাল উদ্দিন,আবু জাহেদ, সাজ্জাদ হোসেন, সাদেক হোসেন মেম্বার, জামাল উদ্দিন, মাহাবুব আলম রাসেল, মাহমুদুল ইসলাম সাকিব প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকাসক্তি একটি সামজিক ব্যাধী, সব্রগ্রাসী মরন নেশা। এ নেশার কারণে মারাত্মকভাবে আক্রান্ত দেশের লাখ লাখ মানুষ, বিশেষ করে যুব সমাজ। মাদকের নীল দংশনে তরুণ সমাজ আজ বিপদগামী ও বিপন্ন। দেশকে এগিয়ে নিতে হলে মাদকমুক্ত দেশ গড়তে হবে। আর যুব সমাজের অধিকাংশই হচ্ছে শিক্ষার্থী। তাই  স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণদের সু-শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে এই ধরণের খেলাধুলার বিকল্প নাই।

চাটগাঁ নিউজ/এমআর

Scroll to Top