পড়া হয়েছে: ১৫
চাটগাঁ নিউজ ডেস্ক: কর্ণফুলীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বাজার মনিটরিং করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী।
বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন বাজারের সার্বিক পরিস্থিতি দেখতে যান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
এসময় তিনি মুদির দোকান, সবজির বাজার, পেঁয়াজ ব্যবসায়ী ও ডিমের আড়তে অভিযান চালান। অভিযানে মূল্য তালিকা না রাখায় একজন মুদির দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। কোন অসাধু ব্যবসায়ী যদি বাজার অস্থিতিশীল করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এমআর