আনোয়ারা প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে ‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু হু’ শব্দটা বেশ ভাইরাল। দেশের চারদিকে শিশু থেকে বৃদ্ধ সবার মুখে মুখে এই শব্দ। সেই ভাইরাল শব্দটি এবার কাল হলো এক কিশোরীর।
নানিকে দুষ্টুমি করে মুরব্বি উঁহু উঁহু বলায় ফুটন্ত গরম পানি দিয়ে পপি আকতার (১৩) নামের ওই নাতনির শরীরের বিভিন্ন অংশ ঝলসে দিয়েছে।
ঘটনাটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার। এ ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ওয়াজের বাড়ীতে এ ঘটনা ঘটে। আহত পপি আকতার একই বাড়ীর বিজলি আকতারের মেয়ে। ছোট বেলায় মা-বাবার মৃত্যু হওয়ায় আহত পপি আকতার নানার বাড়িতে মামার কাছে থাকতেন।
বর্তমানে আহত পপি আকতার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আহত মেয়েটির মামা মোঃ আজিজ ‘চাঁটগা নিউজ’কে জানান, আমার ভাগিনি সন্ধ্যার আগে বাড়ির উঠানে কয়েকজন শিশু নিয়ে খেলতেছে। ওই সময় আমার চাচাতো চাচি সহারা খাতুনকে মুরব্বি মুরব্বি বলে দুষ্টমি করেন। এতে ভাগিনিকে গরম পানি ঢেলে দেন তিনি। গরম পানিতে পুরো শরীর ঝলসে গেলেও কাউকে ধরতে মানা করেন ওই চাচি।
পরে উদ্ধার করে আনোয়ারা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা জবাব দিলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগেও তারা আমার ভাগিনিকে মারধর করে। আমি এটার বিচার চাই।
আনোয়ারা উপজেলার সমাজকর্মী আলীনূর জানান, ‘মুরব্বি মুরব্বি’ শব্দটা এখন বিরক্তিকর শব্দ হয়ে উঠেছে। তবে শিশুটিকে এভাবে গরম পানি ঢেলে দেওয়াটা উচিত হয়নি। কোনো কিছু অতিরিক্ত ভাল না। আজ সামান্য একটি শব্দের জন্য একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। আমাদের আরো পরিবর্তন হতে হবে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ