মুছে যাওয়া তথ্য খুঁজে পাবেন যেভাবে

সিপ্লাস ডেস্ক: প্রথমেই অ্যান্ড্রয়েড ফোনের গুগল ড্রাইভ অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর স্ক্রিনের ওপরে থাকা থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে। সেখানে থাকা ট্র্যাশ ফোল্ডারে ক্লিক করতে হবে। সাধারণত ব্যাকআপ অপশন চালু থাকলে মুছে যাওয়া ছবি বা ফাইল সেখানে পাওয়া যাবে। যেগুলো পুনরুদ্ধার করা দরকার সেগুলো বাছাই করে রিস্টোর অপশনে ক্লিক করলেই আবার আগের যায়গায় পাওয়া যাবে।

ব্যাকআপ বা ট্র্যাশে খুঁজে না পেলে অন্য পদ্ধতিতেও ডিলিট হয়ে যাওয়া ছবি বা ডকুমেন্ট ফিরে পাওয়া সম্ভব। এ জন্য গুগল প্লে স্টোর থেকে একটি ফাইল রিকভারি অ্যাপ ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে বিভিন্ন ধরনের ডকুমেন্ট রিকভারি অ্যাপ রয়েছে। যেগুলো ব্যবহার করে ডিলিট করা ডকুমেন্ট পুরোপুরি ফেরত না পেলেও আংশিক ফেরত পাওয়া যায়।

অ্যাপ নামানোর জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে ফাইল রিকভারি অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টল করার পর ডিভাইসের স্টোরেজে অ্যাকসেস দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। এরপর পুনরুদ্ধারের জন্য নির্দিষ্ট ফাইল নির্বাচন করতে হবে। নির্দেশনা অনুযায়ী স্টোরেজ নির্বাচন করে স্ক্যান করে ফাইল পুনরুদ্ধার করা সম্ভব।

Scroll to Top