পড়া হয়েছে: ১৫
ফটিকছড়ি প্রতিনিধি: বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দানের মুখ্য ভূমিকা পালনকারী ফটিকছড়ির প্রথম সংসদ সদস্য মুক্তিযুদ্ধের সাপ-সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মির্জা আবু মনসুরের তৃতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল দশটায় প্রথম নামাজে জানাজা চট্টগ্রাম জমিয়াতুলফালাহ মসজিদ মাঠ, দ্বিতীয় জানাজা ফটিকছড়ি কলেজ মাঠ এবং তৃতীয় জানাজা গ্রামের বাড়ি নানপুর আবু সোহাবান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
জানাযা পূর্বে ,মরহুমের কফিনে রাষ্ট্রীয় মর্যদায় গার্ডঅফ অনার প্রদান করা হয়। জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সমাজের প্রতিটি সেক্টরের প্রতিনিধিরা অংশ নেন। উল্লেখ্য তিনি ২১ ডিসেম্বর রাতে ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এ বীর মুক্তিযোদ্ধা।