চাটগাঁ নিউজ ডেস্ক: মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস চাপায় নুরুল আলম (৭৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় চট্টগ্রামমুখী অংশের মিরসরাই সদরের মীর সাহেবের মাজারের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নুরুল আলম সীতাকুণ্ড পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উত্তর ইদিলপুর এলাকার মৃত জালাল আহমেদের ছেলে। তার দুই ছেলে ২ মেয়ে। নুরুল আলম পেশায় শীল-পাটা ব্যবসায়ী বলে জানা গেছে।
অন্যদিকে আহতরা হলেন, এরিস্টোফার্মার মার্কেটিং অফিসার রসুল আহমেদ (৩২), নছিমন-করিমন (ভটভটি) চালক সাগর (২৫) ও হেলপার আশিষ কুমার দে (২৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মীর সাহেবের মাজারের সামনে চট্টগ্রামমুখী সিডিএম পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৪১৬৩) নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মোটরসাইকেল, নছিমন-করিমন (ভটভটি), সিএনজি অটোরিকশাকে টেনে হিঁছড়ে ৫০ ফুট সামনে কলেজ রোডের মুখে নিয়ে যায়। এসময় সড়কে দাঁড়িয়ে থাকা পথচারী নুরুল আলম (৭৫) নামে এক ব্যবসায়ী ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনায় আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. মো. দেলোয়ার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ৩ জনকে হাসপাতালে আনা হয়েছে। আহতদের মধ্যে রসুল আহমেদের হাত ভেঙ্গে যাওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সাগর ও আশিষ কুমার দে নামে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নাছির উদ্দিন বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মোটর সাইকেল, নছিমন-করিমন (ভটভটি), সিএনজি অটোরিক্স কে টেনে হিঁছড়ে প্রায় ৫০ ফুট সামনে নিয়ে যায়। এসময় ঘটনাস্থলে ১ জন নিহত ও ৩ জন আহত হয়। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো ও লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য মেডিক্যালে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ