পড়া হয়েছে: ৩৬
চাটগাঁ নিউজ ডেস্ক : জেলার মীরসরাই থেকে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রমজান আলীকে গ্রেপ্তার করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
গতকাল বৃহস্পতিবার (৯ মে) দুপুর সাড়ে ৩টার দিকে জোরারগঞ্জ এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার দুপুরে র্যাব-৭ এর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম জানান, ২০১৪ সালে জোরারগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে দায়েরকৃত বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামি রমজান আলী ৯ বছর ধরে পলাতক ছিল। আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়।
চাটগাঁ নিউজ/এসআইএস