পড়া হয়েছে: ৩৭
সিপ্লাস ডেস্ক: মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে উড়ন্ত সূচনা করেন মোহাম্মদ নাইম শেখ ও মেহেদি হাসান মিরাজ।
উদ্বোধনী জুটিতে ৬০ রান করার পর খেলা হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর মাত্র ৩ রানের ব্যবধানে ফেরেন ওপেনার নাইম শেখ ও তাওহিদ হৃদয়।
মুজিব উর রহমানের গুগলি মিস করে বোল্ড হন নাইম শেখ। সাজঘরে ফেরার আগে ৩২ বলে ৫টি চারের সাহায্যে করেন ২৮ রান। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে গুলবাদিন নাইবের বলে ফাস্ট স্লিপে হাশমতউল্লাহ শহিদির দুর্দান্ত ক্যাচে পরিনত হন হৃদয়।
৬৩ রানে ২ উইকেট পতনের পর দলের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। এরিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩০.৩ ওভারে ১৭০ রান। ৫৯ বলে ৫৩ শান্ত এবং ৯১ বলে ৭৫ রানের ব্যাট করছেন মিরাজ।