মিরসরাইয়ে স্কুল শিক্ষকের বসতঘর থেকে স্বর্ণ ও টাকা চুরি

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে নুরুল মোস্তফা নামে এক স্কুল শিক্ষকের বসতঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের আব্দুল ছোবহান মিস্ত্রি বাড়িতে এই ঘটনা ঘটে।

এসময় চুরির কাজে ব্যবহৃত একটি কাটার মেশিন ও স্যান্ডেল রেখে পালিয়ে যায় চোরেরা।

শিক্ষক নুরুল মোস্তফা জানান, আমি মিরসরাই সদরে ভাড়া বাসায় থাকি। বাড়িতে আমার মা থাকে। মঙ্গলবার দিবাগত রাত ৩ টায় ঘরের দরজার তালা কেটে চোর বসতঘরের প্রবেশ করে আলমিরার তালা ভেঙে নগদ ১০ হাজার টাকা ও ৮ আনা স্বর্ণ নিয়ে যায়। এসময় চোর তার পায়ের স্যান্ডেল ও চুরির কাজে ব্যবহৃত কাটার মেশিনটি রেখে পালিয়ে যায়। এই ঘটনায় থানায় আমি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

মিরসরাই থানার ডিউটি অফিসার সঙ্গিতা মালা দাশ বলেন, স্কুল শিক্ষকের বসতঘরের চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top