মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে বারইয়ারহাট পৌর বাজারের গ্রিন টাওয়ার নামের একটি বিপনী বিতানে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। শনিবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ভবনের একটি এসি থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রিন টাওয়ারের ২য় তালায় অবস্থিত এনআরবিসি ব্যাংকের এসি ব্লাস্ট হয়ে আগুনের সূত্রপাত হয়। এতে ভিশন অনুমোদিত জুবায়ের ইলেকট্রনিক্সের শোরুমে আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান ভিশন শোরুমের ম্যানেজার তারেক মাহমুদ।
সূত্রে জানা যায়, দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলে ভয়াভহ ক্ষতির মুখ থেকে রক্ষা পায় শতাধিক দোকান ও ব্যাংক-বীমাসহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠান।
বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন তিতাস বলেন, আগুনের ঘটনা শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কয়েক মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করছি, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছি।
চাটগাঁ নিউজ/এসএ