গাড়ি থেকে চাঁদাবাজি, প্রতিবাদে হেল্পারের ওপর হামলা

চাটগাঁ নিউজ ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে গাড়ি থেকে চাঁদাবাজির সময় মো. হৃদয় (২৪) নামের এক বাস চালক হেল্পারের ওপর হামলার অভিযোগ উঠেছে।

শনিবার (৯ মার্চ) বেলা ১১ টায় উপজেলার পৌর বাজারের ওভার ব্রিজের নিচে এই ঘটনাটি ঘটে।

এই বিষয়ে বাস চালক মো. কাজী অভিযোগ করে বলেন, আমরা প্রত্যেক দিন এই সড়কে গাড়ি চালাই। মিরসরাই পৌরবাজারের চাঁদা ১০ টাকা। আজকে লাইনম্যান মো. ফিরোজ ৫০ টাকা দাবি করায় আমার সহকারীর (হৃদয়) সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ল্যাইনম্যান তাকে লাঠি দিয়ে পিটিয়ে মাথা থেঁতলে দেয়। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে হাসপাতালে নিয়ে যাই। এখনো তার জ্ঞান ফিরেনি।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশের টিম গেছে। অভিযোগ পেলে অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top