পড়া হয়েছে: ১১
সিপ্লাস ডেস্ক: মিরপুরে আবারও বৃষ্টির বাগড়া। বৃষ্টির কারণে আগেই এ ম্যাচ নেমে এসেছে ৪২ ওভারে। আবার বৃষ্টি হওয়ায় সেটি কমে যাবে নিশ্চিতভাবেই। বৃষ্টির আগে ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তুলেছে নিউজিল্যান্ড। ক্রিজে টম ব্লান্ডেল ও কোলে ম্যাককনচি।
এর আগে নির্ধারিত সময়ে টস জিতে বোলিং শুরু করে বাংলাদেশ। তবে বৃষ্টি বাগড়ায় প্রায় দুই ঘণ্টারও বেশি সময় পর ওভার কমিয়ে শুরু হয় খেলা। ম্যাচ শুরু হতেই সাফল্য পায় পেল বাংলাদেশ। শুরুতেই নিউজিল্যান্ড ওপেনার ফিন অ্যালেনকে ফিরিয়েছেন মুস্তাফিজ। নুরুলের ক্যাচ হয়ে ফেরার আগে ৯ রান করেন অ্যালেন। বেশিক্ষণ টিকতে পারেননি তিন নম্বরে নামা চ্যাড বোয়েসও। ১ রান করতেই তাকে ফেরত পাঠিয়েছেন মুস্তাফিজ।
পরপর দুই উইকেট হারিয়ে ভয়ঙ্কর হয়ে উঠছিল নিকোলাস-ইয়ং জুটি। দলীয় ১১৩ রানে নিকোলাসকে এলবিডব্লিয়ের ফাঁদে ফেলেন কাটার মাস্টার। এতে ভেঙে যায় ৯৭ রানের জুটি। যে কোনো উইকেটে মিরপুরের মাঠে এটি তাদের সর্বোচ্চ জুটি। এরপর নতুন ব্যাটারকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ইয়ংও। তাকে ফিরিয়েছেন নাসুম। তার ঘূর্ণিতে স্ট্যাম্পিং হয়ে ফেরার আগে ৯১ বলে ৫৮ রান করেন উইল ইয়ং। এক বল বাদেই রাচিন রবিন্দ্রকে এলবির ফাঁদে ফেলেন নাসুম।
সাকিব আল হাসান বিশ্রামে থাকায় দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। অন্যদিকে নিউজিল্যান্ড লকি ফার্গুসনকে অধিনায়ক করেছে। বাংলাদেশ দলের একাদশে তামিম-রিয়াদ ছাড়াও ফিরেছেন সৌম্য সরকার। বোলিং অলরাউন্ডার হিসেবে নেওয়া হয়েছে তাকে। একাদশে জায়গা পেয়েছেন নুরুল হাসান।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল, তানজিদ তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহীদ হৃদয়, শেখ মাহেদী, নুরুল হাসান, নাসুম আহমেদ, তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়ং, চ্যাড বোয়েস, হেনরি নিকোলাস, টম ব্লান্ডেল, রাচিন রবিন্দ্র, কোলে ম্যাককনচি, ইশ শোধি, কাইল জেমিনসন, লকি লার্গুসন ও ট্রেন্ট বোল্ট।