চাটগাঁ নিউজ ডেস্কঃ বান্দরবানে সীমান্তের ওপারে মিয়ানমারে বিদ্রোহী দল আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের মধ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ৯ জন সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছেন বাংলাদেশে।
রবিবার (১৪ এপ্রিল) সকালে টেকনাফের হোয়াইক্যংয়ের খারাংখালী সীমান্ত দিয়ে অস্ত্র হাতে আশ্রয়ের জন্য তারা অনুপ্রবেশ করে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম চাটগাঁ নিউজকে জানান, সকালে আশ্রয়ের জন্য তারা বাংলাদেশে ঢুকে পড়ে। পরে তাদেরকে বিজিবি হেফাজতে রাখা হয়েছে। তাদের অস্ত্র সরঞ্জাম গুলো বিজিবি হেফাজতে রাখা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
এর আগে ৩ ফেব্রুয়ারি ১৪ জন মিয়ানমারের সৈন্য আহত অবস্থায় বাংলাদেশে ঢুকে পরে। একইদিন বেলা আড়াইটার দিকে বিজিপির আহত সদস্যসহ ৪৪ জন সীমান্ত অতিক্রম করে এপারে এসে আশ্রয় নেন বলে বিজিবির একটি সূত্র জানায়। আহত বিজিপির সদস্যদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল।
চাটগাঁ নিউজ/এসবিএন