পড়া হয়েছে: ২৯
চাটগাঁ নিউজ ডেস্ক : মিয়ানমারে আঘাত হানা মাঝারি আকারের ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে রাঙ্গামাটিতে। রোববার (২ জুন) দুপুর ২টা ৪৭ মিনিটে দিকে বিভিন্ন জায়গায় ভূ-কম্পনের খবর পাওয়া গেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২। স্থায়ীত্বকাল ছিল ৩ সেকেন্ড। মিয়ানমারে আঘাত হানা মাঝারি আকারের এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে রাঙামাটির কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা। তিনি জানান, মিয়ানমারে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত করেছে, যা অনুভূত হয়েছে বাংলাদেশের রাঙামাটি জেলাতেও। ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ৪৪২ কিলোমিটার দূরে।
চাটগাঁ নিউজ/এআইকে