মিতু হত্যা মামলা : ৪৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ

চাটগাঁ নিউজ ডেস্ক : সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় আরও একজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। এনিয়ে মামলায় মোট ৪৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

বুধবার (১৩ মার্চ) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে এই সাক্ষ্যগ্রহণ হয়। সাক্ষ্যদাতা হলেন, মো. আবদুল আহাদ আরিফ। তার ঢাকায় একটি এজেন্ট ব্যাংকিংয়ের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী নেছার আহম্মেদ জানান, মিতু হত্যা মামলায় মো. আবদুল আহাদ আরিফ নামে আরও একজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। এনিয়ে মামলায় মোট ৪৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩১ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় মিতুকে প্রকাশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top