মানিকছড়িতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সম্প্রীতি সভা করেছে উপজেলা প্রশাসন

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি-রাঙ্গামাটি পার্বত্য জেলায় বাঙ্গালী-পাহাড়িদের মধ্যে সৃষ্ট দাঙ্গা হাঙ্গামার কুপ্রভাব তৃণমূলে ছড়িয়ে না পড়া এবং অ-সাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার লক্ষ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, গোত্র প্রধান ও প্রেসক্লাবের পেশাদার সাংবাদিকদের নিয়ে শান্তি-শৃঙ্খলা বিষয়ক সম্প্রীতি সভা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মানিকছড়ি উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আফরোজ ভুঁইয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সম্প্রীতি সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট শাহিনা নাছরিন, মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, ১নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

সম্প্রীতি সভায় মানিকছড়ি উপজেলা মারমা ঐক্য পরিষদের সভাপতি আপ্রুসী মারমা, কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবুল দেওয়ানজী, সনাতন সম্প্রদায়ের শংকর মঠ মিশনের উপদেষ্টা দ্বীপন কর্মকার, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি শাহাব উদ্দিন সহ বাজার ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, উপজাতি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন,খাগড়াছড়ি জেলা তথা মানিকছড়ি উপজেলায় বাঙালি-পাহাড়িসহ বিভিন্ন সম্প্রদায়ের লোকজন দীর্ঘদিন যাবত সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সুখে শান্তিতে বসবাস করে আসছে। এখানে কোনো প্রকার জাতিগত বিবেদ, সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা নেই। ভবিষ্যতেও কোনো সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ধরনের গুজবে কান দেওয়া যাবে না। প্রতিটি ওয়ার্ডে বাঙালি-পাহাড়ি নেতৃবৃন্দদের নিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় সম্প্রীতি কমিটি গঠনের কথা বলেন মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আফরোজ ভুইয়া।

চাটগাঁ নিউজ/আলমগীর/জেএইচ

Scroll to Top