পড়া হয়েছে: ৩৫
চাটগাঁ নিউজ ডেস্ক : মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুপক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড নুরু মার্কেটের পশ্চিমে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মাদক ব্যবসায় বাধা দেয়া নিয়ে খাগরিয়া ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন এবং একই ওয়ার্ডের নাসির উদ্দিনের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়।
ঘটনাস্থলে পুলিশের একাধিক দল অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। রাত সাড়ে ১১টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।
চাটগাঁ নিউজ/এসএ