চাটগাঁ নিউজ ডেস্ক: “কোহেলিয়া নদী মহেশখালীর প্রাণ, মহেশখালী বাঁচাতে কোহেলিয়া নদী বাঁচান” এই স্লোগানকে ধারণ করে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০২৪ উপলক্ষে কোহেলিয়া নদী পুনরুদ্ধার ও জেলেদের মাছ ধরার অধিকারের দাবী জানানো হয়।
শনিবার (১৬ মার্চ) দুপুরে নৌ-র্যালি ও প্রতীকী নৌকা ভাসিয়ে প্রতিবাদ জানিয়েছেন মহেশখালীর জেলেরা। ওয়াটারকিপার্স বাংলাদেশ, মহেশখালী জন-সুরক্ষা কমিটি, কোহেলিয়া নদী রক্ষা কমিটি ও কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মহেশখালী জন-সুরক্ষা কমিটির সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে নৌ-র্যালি ও মানববন্ধনে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপা মহেশখালী আঞ্চলিক শাখার সভাপতি মোছাদ্দেক ফারুকী।
বক্তব্য রাখেন মহেশখালী জন-সুরক্ষা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কোহেলিয়া নদী রক্ষা কমিটির সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিক, মহেশখালী স্বপ্ন ফাউন্ডেশনের সভাপতি মাষ্টার এমরান সরওয়ার, কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নূরুল কাদের, সাধারণ সম্পাদক ছফুর আলম, ইউনুছখালীর তরুণ সমাজ সেবক মিজানুর রহমান, মোঃ রিদুয়ান সহ স্থানীয় জেলে ও বিভিন্ন পেশার লোকজন।
চাটগাঁ নিউজ/এমআর