পড়া হয়েছে: ৭১
মহেশখালী প্রতিনিধি: মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের আহমদিয়া কাটা নদীর তীরে ভেসে এসেছে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ।
বুধবার (২৩ অক্টোবর) দুপুর ২টার সময় লাশটি দেখতে পায় স্থানীয়রা।
খবর পেয়ে বিকালে লাশটি উদ্ধার করে মহেশখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম। মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চেহেরা দেখে লাশটি শনাক্ত করা যায়নি লাশটির পরিচয়, স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।
সমুদ্রের জোয়ারের সময় লাশটি ভেসে আসে এবং সেটি প্রথমে ছোট মহেশখালীর আহমদিয়াকাটা নদীর সামনে অবস্থানরত লোকজন ও জেলেরা দেখতে পান। লাশটির পরিচয় বা মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
চাটগাঁ নিউজ/জেএইচ