সিপ্লাস ডেস্ক: শনিবার (২৯ জুলাই) মহররমের তাজিয়া বের করার সময় ভারতের ঝাড়খণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে চারজন। শনিবার সকালে ঝাড়খণ্ডের বোকারো জেলায় মহররমের তাজিয়া বের করার সময় বিদ্যুতের তার লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে চারজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছে আরো ১০ জন।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এ খবর জানা গেছে। গত মাসে উল্টো রথের সময় ত্রিপুরায় তড়িতাহত হয়ে সাতজনের মৃত্যু হয়েছিল।
পিটিআই সূত্রে আরো জানা গেছে, শনিবার সকাল ৬টায় মহররমের শোভাযাত্রা বের করার সময় লোহার রডে বিদ্যুতের হাই টেনশন তার লেগে যায়। তার ফলেই তড়িতাহত হয় কয়েকজন।
জখমদের চিকিৎসার জন্য বোকারোর একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ইন্ডিয়া টুডের সূত্রে দাবি করা হয়, জখম হয়েছেন ১৩ জন। তাদের মধ্যে ৯ জনের শারীরিক অবস্থা সংকটজনক।
গত মাসে উল্টো রথের যাত্রার সময় ত্রিপুরায় বৈদ্যুতিক তারের স্পর্শে তড়িতাহত হয়ে প্রাণ হারায় সাতজন।
নিহতদের মধ্যে ছিল ৩ জন নারী এবং ৩ শিশু। আহত হয় ১৬ জন। এবার মহররমের শোভাযাত্রার সময়ও একইভাবে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।
সূত্রঃ সংবাদ প্রতিদিন।