সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের পবিত্র নগরী মদিনাতে অবস্থিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.) নবীজীর রওজা মোবারক জিয়ারতে ধর্মপ্রাণ মুসল্লিদের বিভিন্ন দিক-নির্দেশনা দিয়েছেন দেশটির সরকার।
সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে এক বিবৃতিতে এসব দিকনির্দেশনা জারি করেন।
জানা যায়, মদিনা মনোয়ারায় রওজা শরিফে পৌঁছানোর আগেই দর্শনার্থীদের রওজায় সালাম দেওয়া এবং রিয়াজুল জান্নাতে নামাজ আদায়ে সময় নির্ধারণের জন্য নির্দিষ্ট অ্যাপে নিবন্ধন আবেদন করতে হবে এবং নির্দিষ্ট সময়ে সেখানে উপস্থিত থাকতে হবে। সেখানে উচ্চস্বরে কথা বলা যাবে না। একই সঙ্গে খাবার নিয়ে যাওয়া, ছবি তোলা, ভিডিও ধারণ করা ও বাড়তি সময় অবস্থান করাও উপর নিষিদ্ধ করা হয়েছে।
হজের নির্দিষ্ট সময় ছাড়া সারা বছর দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লী পবিত্র ওমরাহ পালন করতে মক্কায় যান। ওমরাহ পালন শেষে মুসলমানরা মদিনা নগরীতে নবী করিম (সা.)-এর রওজা জিয়ারত ও মসজিদের নববিতে নামাজ আদায়ের জন্য ছুটে যান।
সৌদি আরব সরকার পবিত্র ওমরাহ পালন দিন দিন সহজ করতে নানা পদক্ষেপ গ্রহণ করছে। যার ফলে ওমরাহ পালনকারীদের সংখ্যা দিন দিন বাড়ছে।
চলতি বছর ওমরাহ পালনে বিদেশ থেকে প্রায় ১ কোটি মুসলমানের সমাগম হবে বলে প্রত্যাশা করছে দেশটির সরকার।